
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে ট্রলার ডুবিতে আয়ান মিয়া নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে। ওই শিশুটির বাড়ি পাশের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে। সে ওই গ্রামের কৃষক সামায়ূন কবীরের ছেলে।
মধ্যনগর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের বাসিন্দা সামায়ূন কবীর (৩০) সোমবার সন্ধ্যায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার বারহাট্টা ইউনিয়নের কামালপুর গ্রামে থাকা তার এক আত্মীয়ের মৃত্যুর খবর পান। পরে মৃত ব্যক্তিকে দেখতে ও জানাজার নামাজে অংশ নিতে তিনি একটি ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে ওইদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে নিজ গ্রাম আছানপুর গ্রাম থেকে নিজের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ ১৬জনকে নিয়ে বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। ট্রলারটি ওইদিন রাত সোয়া নয়টার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের পিপড়াকান্দা গ্রামের সামনে থাকা শালদিঘা হাওরের পশ্চিমপাশের তীরের কাছাকাছি এলে ওই হাওরের পানির প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এসময় শিশু আয়ানকে নিয়ে তার বাবা সাঁতার দেন। কিন্তু তীরে উঠার আগেই শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, উপজেলার শালদিঘা হাওরের পানির প্রবল ¯স্রোতে এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে। এতে চার বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুর লাশটি রাতেই তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।