
স্টাফ রিপোর্টার ::
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৭২ বোতল মদ জব্দ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সোমবার মধ্যরাতে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা এলাকায় পাকা রাস্তার পাশে পড়ে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা অফিসার্স চয়েস ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের মোট ২৭২ বোতল মদ উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা পালিয়ে যায়।
র্যাব-৯ সিপিসি-৩ এর কো¤পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূর নবী মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের শেষে উদ্ধারকৃত মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।