দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন
দিরাই উপজেলার যুক্তরাজ্যপ্রবাসীদের বৃহত্তম সামাজিক সংগঠন “দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউকে” প্রথমবারের মতো মিডল্যান্ডসের বাঙালি অধ্যুষিত বার্মিংহামে ফ্যামিলি গ্যাদারিং আয়োজন করে। গত ১১ আগস্ট দুপুর থেকে লন্ডন, লুটন, ওল্ডহ্যাম, ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক দিরাইপ্রবাসী তাদের পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। দিনব্যাপী র‌্যাফেল ড্র, আর্ট কম্পিটিশন, বিভিন্ন প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের জন্য বাউন্সিং ক্যাসলসহ নানা বিনোদনমূলক আয়োজনে বার্মিংহামের আস্টন বাংলাদেশ মাল্টিপারপাস হল পরিণত হয় এক খন্ড দিরাইয়ে। সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার আমীর খসরু’র উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মনিরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আইয়ুব খান। এছাড়া বক্তব্য দেন সাবেক সভাপতি আব্দুল লতিফ জে.পি., কাউন্সিলর মমতাজ বেগম, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সিরাজউদ্দৌলা, শিক্ষাবিদ ফয়েজ উদ্দিন এম.বি.ই., কমিউনিটি নেতা সৈয়দ জমসেদ আলী, আতাউর রহমান, জমাদার উল্লাহ, মুজিবুর রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া, খালেদ রেজা খান, শাহ কামাল, জুয়েল আহমেদ, তাজ উদ্দিন, কবীর রশীদ, আবু বকর, মাহমুদুল হক প্রমুখ। এক্সিকিউটিভ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সিজিল মিয়া, মোহাম্মদ জাহান মিয়া, আব্দুল কাদির, সাজ্জাদ মিয়া, আতিকুর রহমান রবেল, আউয়াল মিয়া, এনামুল হক চৌধুরী, বুলন মিয়া, সৈয়দ জিয়াউর রহমান, লেছু মিয়া, আব্দুল গাফফার, সাদ্দাম হোসেনসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি জয়নাল ইসলাম এবং বিআন টিভি বার্মিংহাম প্রতিনিধি আহমেদুল কবীর। ইকবাল ভেনকুইটিং হলে মধ্যাহ্নভোজ শেষে আর্ট কম্পিটিশন ও র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com