নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:২৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:২৮:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন অবাধ-সুষ্ঠু হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। আর দেশনায়ক তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জগন্নাথপুর উপজেলার উদ্যোগে রবিবার সন্ধ্যায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কয়ছর এম আহমেদ আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশে উন্নয়নের নামে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম, খুনের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৭ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। আমাদের নেতাকর্মীরা মামলা, হামলার শিকার হয়েছে, জেল খেটেছেন, অনেকে শহীদ হয়েছেন, গুম হয়েছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তার দোসররা এখনো ঘাপটি মেরে দেশে অস্থিরতা চালাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফুর রহমান কামালীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. রাহিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দীন সুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন, এম.এ মুকিত, এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক স¤পাদক আলিফ মিয়া প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাদ্দিস আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল আহমদ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com