
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার দুপুরে সুনামগঞ্জ-নেত্রকোনা উড়ালসড়ক প্রকল্পের জামালগঞ্জের সাচনা কানেকটিভিটি এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সময়ে সারা দেশের বিভিন্ন প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হচ্ছে। অপ্রোয়জনীয় কোনো প্রকল্প আমাদের সরকার অনুমোদন করেনা। হাওরের উড়াল সড়কের এই প্রকল্প বাতিল হয়নি। কিন্তু দরপত্রের ক্ষেত্রে কিছুটা ত্রুটি মনে হওয়ার কারনে সংশ্লিষ্ট দপ্তর পূনরায় দরপত্র আহ্বান করবেন। যেহেতু এই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।
হাওরাঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষে ২০২১ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৩৪৯০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা হয়।
সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার দুপুরে সুনামগঞ্জ-নেত্রকোনা উড়ালসড়ক প্রকল্পের জামালগঞ্জের সাচনা কানেকটিভিটি এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সময়ে সারা দেশের বিভিন্ন প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হচ্ছে। অপ্রোয়জনীয় কোনো প্রকল্প আমাদের সরকার অনুমোদন করেনা। হাওরের উড়াল সড়কের এই প্রকল্প বাতিল হয়নি। কিন্তু দরপত্রের ক্ষেত্রে কিছুটা ত্রুটি মনে হওয়ার কারনে সংশ্লিষ্ট দপ্তর পূনরায় দরপত্র আহ্বান করবেন। যেহেতু এই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।
হাওরাঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষে ২০২১ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৩৪৯০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা হয়।