
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান (৬০)-কে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিজুড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আতাউর রহমান বালিজুড়ী ইউনিয়নের মৃত হাজী নবী হোসেনের ছেলে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে তাহিরপুর থানায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের (১৫(৩)/২৫ডি) একটি মামলার তদন্ত চলমান রয়েছে। ওই মামলায় তিনি সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার হন।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।