সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি গুরুত্বপূর্ণ সংযোজন : ড. সাইদুর রহমান

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৪৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৪৩:৪১ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানকার শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সে জন্য সরকার ও মঞ্জুরি কমিশন সব ধরনের সহযোগিতা করবে। তিনি শিক্ষার্থীদেরকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, সুবিপ্রবি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে একটি ডাবল ডেকার বাস সংযোজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে যা যা প্রয়োজন সব করা হবে। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তোমরা যেন এ বিশ্ববিদ্যালয়ের নামের সাথে সংগতি রেখে সততা, অধ্যবসায় ও উদ্যমে এগিয়ে যাও। আমরা তোমাদের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হেমায়েত মিয়া। এছাড়া বক্তব্য দেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবীর এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের পক্ষে গণিত বিভাগের সাজ্জাদ হোসেন সুজা, পদার্থবিজ্ঞানের সোহেল রানা, রসায়নের সোহাদা জান্নাত নারগিছ ও আল বারাদী এবং সিএসই বিভাগের জুই রানী নাথ। অনুষ্ঠানে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত স্নেহা চক্রবর্তীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com