
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলার বি.আর.ডি.বি. অফিস (পল্লী ভবন) প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ১০৮ জন চক্ষুরোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ৪৭ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম বরণ তালুকদারের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ গোলাম আজাদ।
তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহমেদ নূর, উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মজিবুর রহমান, ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মানে সন্তোষ প্রকাশ করেন।
অতিথি ও স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।