চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে গ্রেফতার ৪

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৪:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৪:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে বালু ভর্তি একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আইয়ুবুর রহমানের পুত্র করম আলী (৩৪), রবিবুল ইসলাম (২৫), শামসুল ইসলাম (২০), আজাদ মিয়ার পুত্র খালেদ মিয়া (১৯)। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে অবৈধ বালু উত্তোলনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com