স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটার সাথে জড়িত থাকায় এক যুবককে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের যৌথ অভিযানে ৭ জন আটক, ৮টি শেভ মেশিন ও ৪টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীর তীর কেটে ঘাগটিয়া গ্রামের চিহ্নিত বালুখেকো চক্র ও এই সিন্ডিকেটের সদস্যরা কোটি কোটি টাকার বালু বিক্রি করছে। শনিবার নদীর তীর কেটে বালু বিক্রি করছে এমন সংবাদ পেয়ে পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের যৌথ অভিযান শুরু হয়। এসময় যাদুকাটা নদীর পাড় কাটার সাথে জড়িত থাকা এবং শেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ আইনে একজনকে ৬ মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, ওসি (তদন্ত) কাওসার আহমেদ, এসআই কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যাদুকাটা নদীর পাড় কেটে বালু বিক্রি চক্রের মূলহোতাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।