পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ

টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিক দূষণ রোধে লিফলেট বিতরণ

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:১৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৪:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার (৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী তাহিরপুরের আনোয়ারপুর ঘাট, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা এবং টেকেরঘাটে হাওরের পর্যটক ও হাউসবোটগুলোর পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় পর্যটকদের মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং প্লাস্টিকের বোতল হাওরে না নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। একইসাথে, হাওরে সব ধরনের বর্জ্য না ফেলার জন্য লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও, টেকেরঘাটে হাওর ভ্রমণের সময় অনুসরণীয় বিধি-নিষেধ সংবলিত একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিশল চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, পরিদর্শক সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ অধিদপ্তরের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা হাওর ভ্রমণের বিধি-নিষেধ লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com