নদী ও হাওরের পরিবেশ দূষণ রোধে জনউদ্যোগের ক্যাম্পেইন

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘নদী ও হাওরের পরিবেশ দূষণ রোধে চাই জনে জনে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে নদী ও হাওরে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সুনামগঞ্জ জনউদ্যোগ। শুক্রবার দিনব্যাপী সুরমা, বৌলাই, পাটলাই নদীসহ খরচার হাওর, মাটিয়ান হাওর, টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাট এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় নদী ও হাওরে প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক তুলে ধরেন নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাইদুর রহমান আসাদ, জহির উদ্দিন, ইফতেখার সাজ্জাদ পিয়ার, আরতি তালুকদার, নাসরিন আক্তার, রহিমা বেগম, পলি তালুকদার, প্রমি রাণী দাস পুষ্পিতা, সঞ্জয় তালুকদার, নাহিদ আল নেওয়াজ, সজীব আহমেদ, তুর্য দাসসহ অন্যান্যরা। জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নদী ও হাওরে পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মানুষ। এই অঞ্চলে এক ফসলি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এজন্য দায়ী অপরিকল্পিত পর্যটন। পর্যটকের ব্যবহৃত প্লাস্টিক-পলিথিন সরাসরি নদী ও হাওরে ফেলা হচ্ছে। এটি বন্ধ করতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com