জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৫৩:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৫৩:১৮ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে সভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা মাস্টার আবু তাহিদ, ইয়াসিন খান, ছাত্র শিবির সভাপতি আবু তাহের প্রমুখ। এতে উপজেলা জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com