সুনামগঞ্জে বিএনপির বিজয় মিছিল

সমাবেশে বক্তারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৬:০০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:০৬:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
জুলাই গণ অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে সুনামগঞ্জে বিজয় মিছিল ও সমাবেশ করেছে, সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি।
আজ (৫ই আগস্ট) মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয় থেকে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এক পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিনিয়র আইনজীবী এডভোকেট শেরেনূর আলী, রেজাউল হক, পৌর বিএনপির আহবায়ক সাইফুল হাসান জুনেদ প্রমুখ। বক্তারা প্রধান উপদেষ্টার কাছে, ছাত্রজনতার গণ অভ্যুত্থান দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ সময়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, আব্দুর রহিম, নুর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com