দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৬:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৬:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জের আয়োজনে ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) আয়োজিত ক্যাম্পের উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট মুরব্বী মো. দারগা আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান, ডিরেক্টর (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার, মেডিকেল অফিসার ডা. ওবায়দুর রহমান ও যুবনেতা মো. জসিম উদ্দিন। চিকিৎসা ক্যাম্পে মোট ১৬৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জন ছানি পড়া রোগীকে উন্নত প্রযুক্তির কৃত্রিম লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে এসব অপারেশন সম্পন্ন করা হবে। জনসাধারণ জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংকের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com