দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ জুলাই) বেলা ২টার দিকে দিরাই পৌরশহরের আনোয়ার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক এহিয়া চৌধুরীর গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।