
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া আক্রান্ত এক নারীর সফল রক্ত সঞ্চালন স¤পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে পাগলা বাজার এলাকার শিক্ষার্থী নাইম হাসান স্বেচ্ছায় রক্তদান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও প্যাথলজি বিভাগ যৌথভাবে স্ক্রিনিং, ক্রস-ম্যাচিং, নিরাপদ সংগ্রহ ও মনিটরিংসহ সব পরীক্ষার কাজ স¤পন্ন করে সফলভাবে রক্ত সঞ্চালন নিশ্চিত করেন।
থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, যেখানে রোগীকে নিয়মিত রক্ত নিতে হয়। আগে এ ধরনের রোগীদের সুনামগঞ্জ সদর হাসপাতাল বা সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হতো। তবে গত ২৮ জুলাই থেকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রক্ত সঞ্চালন কার্যক্রম চালু হওয়ায় এখন স্থানীয় পর্যায়েই এ সেবা পাওয়া যাচ্ছে।
রক্ত সঞ্চালন কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) কামরুজ্জামান কামরুল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ প্রমুখ।
মেডিকেল অফিসার ডা. সৈকত দাস বলেন, এখন আমাদের হাসপাতালে প্যাথলজি সেবা চালু হয়েছে। স্বল্পমূল্যে আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, আরবিএসসহ বিভিন্ন পরীক্ষা নির্ভুলভাবে করা হচ্ছে। এছাড়া বিনামূল্যে নরমাল ডেলিভারি ও নবজাতকের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা এনডোর ও আউটডোর সেবাও চালু রয়েছে। তিনি আরও জানান, রক্ত সঞ্চালন কার্যক্রম চালুর মাধ্যমে হাওরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হলো।