কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এনডিএফ জেলা কমিটির সভাপতি রত্নংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, বাংলাদেশ স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনির মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদের আগ্রাসী যুদ্ধ পরিকল্পনার সাথে সম্পর্কিত জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর বা চ্যানেল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার তৎপরতা, মার্কিন-বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার সামরিক উপস্থিতি ও যুদ্ধে সম্পৃক্ত করার অপতৎপরতার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তার দালালবিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। -সংবাদ বিজ্ঞপ্তি