স্টাফ রিপোর্টার ::
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ -২/২০২৪-২৫ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার মৌসুমী মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা, এসএএও আল আমিন, বিকাশ তালুকদার, রাহুল তালুকদার, সৈয়দ ইমরান হোসাইন।
সংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার ৮ ইউনিয়নের সুবিধাভোগী কৃষক-কৃষাণীদের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।