
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তোফায়েল আহমেদকে সভাপতি এবং সাজিদুর রহমান সাকিবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি তামিম আরেফিন ইফতি, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন ও এমরোজ্জাহান তাছকির, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আল মাসুদ, দপ্তর সম্পাদক শুয়েব আলম, সহ-দপ্তর সম্পাদক মামুন রশীদ, প্রচার সম্পাদক জিহাদ আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনির হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. মুন্নি আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার, সদস্য আলমগীর হোসেন।
নতুন কমিটি গঠন উপলক্ষে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীরা একত্রিত হয়ে মিষ্টিমুখ করেন এবং একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।