
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন কার্যক্রমের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ-এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন আহমদ, দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, শিক্ষক প্রতিনিধি মুহিবুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাস থেকে সারাদেশব্যাপী মাসব্যাপী টিসিভি ক্যাম্পেইন পরিচালিত হবে। জন্মনিবন্ধন যাচাই সাপেক্ষে ‘াধীবঢ়র’ অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে এই টিকা প্রদান করা হবে। টাইফয়েড প্রতিরোধে এ টিকা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।