
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার প্রতিটি ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গতকাল সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরাও অংশ নেন। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এই সভায় সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নূরুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, সদস্য ইকবাল হোসেন মন্টু প্রমুখ।
সভায় আগামী ১৫দিনের মধ্যে এখানকার ছয়টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে দিয়ে ৫১ সদস্য ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।