
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা সোনালী চেলা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রবিবার (২৬ জুলাই) বিকেলে স্থানীয় চাইরগাঁও খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকির বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাদাররা সরকারি নীতিমালার তোয়াক্কা না করে একাধিক ড্রেজার বা বোমা মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এতে নদীতীরবর্তী গ্রাম, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। বর্ষার এ সময়ে যদি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে নদী ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে।
বক্তারা অবিলম্বে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফজলু মিয়া, রমিজ উদ্দিন, আব্দুল আলী, মোস্তফা মিয়া, মানিক মিয়া, লালু মিয়া, মাহমুদ আলী, আবু বকর, আব্দুর রহমান, রশিদ আহমদ প্রমুখ।