
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীতে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ায় শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ উপজেলার চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ এ তিনটি ইউনিয়নে ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ অবস্থায় এখানকার পল্লী বিদ্যুতের প্রায় ১৫হাজার গ্রাহককে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা ধর্মপাশা উপজেলা উপআঞ্চলিক কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হাফিজুর রহমান বলেন, মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় হেলে পড়লে চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে হয়ে যায়। হেলে পড়া বৈদ্যুতিক খুঁটিটি মেরামত করায় শনিবার বেলা সাড়ে ১২টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।