
বাংলাদেশ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা কর্তৃক শুক্রবার বিকেল ৩টায় শহরের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা বাড়ি এক ধর্মচক্রের আয়োজন করা হয়। এ সময় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন-এর সভাপতিত্বে ও জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু’র সঞ্চলনায় ধর্মচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের দপ্তর স¤পাদক মানিক হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা টিমের সদস্য সাগর সরকার, নীল দাস, বিষ্ণু রবিদাস রকি, সঞ্জু দাস, শৈলেন বিশ্বাস, সুনামগঞ্জ জেলা টিমের সিনিয়র সদস্য সৌরভ ঘোষ, অমি দাস গুপ্ত, সুব্রত বর্মণ, আকাশ দাস, শ্রীবাস তালুকদার, সাগর দাস, শিপু দাস, লিকসন বর্মণ, অনুকূল বর্মণ, মৌসুমি রানী বিশ্বাস, বিশ্বকা রানী, সমর তালুকদার, যুগল বর্মণ, রনি দাস, সেবক দাস প্রমুখ।
কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব বলেন, প্রতিটি জেলা ও মহানগরে একটি করে কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে থাকেন একজন টিম লিডার। আগ্রহী ব্যক্তিদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন পদে পদায়ন করা হয়। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম যেমন, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ইত্যাদি বিভাগের জন্য আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল থাকে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় টিমের দপ্তর স¤পাদক মানিক হালদার সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন ধর্ম চক্র আয়োজনের সুযোগ দেওয়ার জন্য এবং বলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিটি টিমে কিছু সক্রিয় স্বেচ্ছাসেবক এবং টিম লিডার থাকেন। এছাড়াও, ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন: অনাথ শিশুদের সহায়তা, অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা, শিক্ষার প্রসারে কাজ করা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রচার করা, দরিদ্রদের খাদ্য সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারেই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ দুর্জয় দত্ত পুরকায়স্থকে টিম লিডার এবং সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু ও লাকী রানী চন্দকে দিয়ে ৪ সদস্যবিশিষ্ট জেলা টিম গঠন করেছি। -সংবাদ বিজ্ঞপ্তি