
স্টাফ রিপোর্টার ::
শাল্লা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম (৩৬)-কে গ্রেফতার করা হয়। সে উপজেলার উজানগাঁও গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাল্লা থানা পুলিশের একটি দল তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই তারেক নাজির ও সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় জহিরুল ইসলামের বিরুদ্ধে শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।