
স্টাফ রিপোর্টার ::
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেলে পরিচালিত এই মোবাইল কোর্টে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি যাত্রীবাহী বাসকে পৃথক মামলায় ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী ৫টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
এ সময় বিআরটিএ সুনামগঞ্জ জেলার পরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক শাহাদাৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশের সদস্যরা।
অভিযানে চালকদের মাঝে শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়।