বিএসএফের হাতে দুই বাংলাদেশি শ্রমিক আটক

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০০:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০০:০৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় দুই বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস সংলগ্ন চেলা নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই শ্রমিক চেলা নদীর আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের অংশে গিয়ে বালু তুলছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের চেলা বিএসএফ ক্যাম্পে আটক রয়েছেন বলে জানা গেছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সিলেটের ৪৮ বিজিবির আওতাধীন। এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, “চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কয়েকজন শ্রমিক ভারতের সীমানায় ঢুকে পড়ে। তাদের বাধা দিলে বিএসএফ সদস্যদের লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে বিএসএফ দুজনকে আটক করে। বর্তমানে তাদের ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।”

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com