
শান্তিগঞ্জ প্রতনিধি ::
শান্তিগঞ্জে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন (এনওআরইসি) অর্থায়ন, গ্রামীণ উন্নয়নের প্রচেষ্টা (ইআরএ) আয়োজনে, এনজিও সংস্থা ইরা’র বাস্তবায়নে, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতি উন্নয়নের জন্য পার¯পরিক শিক্ষা প্রকল্পের আওতায় দিনব্যাপী ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইরা’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিমের সঞ্চালনায় শান্তিগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুকান্ত সাহা।
কর্মশালায় নেপালের প্রতিনিধি মেডিকেল অফিসার ড. সমীর শ্রীভাস্তভ ও পাবলিক হেলথ অফিসার অনিল খানাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকার।
সভায় আরো বক্তব্য দেন, জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সচিব মো. মামুনুর রশিদ, ইরা’র ভলান্টিয়ার সোহেনা বেগম ও হায়াতুন নেছা, স্টুডেন্ট ফোরামের সদস্য নাজিয়া আক্তার প্রমুখ।