গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মো. সুরুজ হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে নওগা সদর উপজেলার শান্তাহার ইউনিয়নের পারবোয়ালিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই দিপংকর হালদার ও এএসআই আলী আকবরসহ সঙ্গীয় পুলিশদল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জগন্নাথপুর থানাধীন ৬নং রাণীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত রাণীগঞ্জ সেতু সংলগ্ন শেখপাড়া পয়েন্টস্থ ভাই ভাই চা-স্টলের সামনে ঢাকা-সিলেট-দিরাইগামী বাস কাউন্টারের সামনে লিমন পরিবহন নামক একটি বাস থামবে। যার ভিতর ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার পুলিশ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com