স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক, পেশাদার গণমাধ্যমকর্মী দৈনিক কালের কণ্ঠ, একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক শামস শামীমকে আসামি করায় সুনামকণ্ঠ পরিবার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। দৈনিক সুনামকণ্ঠ পরিবার এ ঘটনায় বিস্মিত ও মর্মাহত। দৈনিক সুনামকণ্ঠ পরিবারের পক্ষে সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বলেন, সাংবাদিক শামস শামীম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনের সব কর্মসূচি প্রচার ও প্রকাশে যথাযথ দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায় ২০ বছর ধরে মূলধারার একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। সাংবাদিকতার মাধ্যমে তিনি দেশের বাইরেও সফর করে দেশ ও জনগণের পক্ষে কাজ করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন অ্যাক্টিভিস্ট ও কবি হিসেবে পরিচিত। কিন্তু এই মামলায় গত ২ সেপ্টেম্বর সাংবাদিক শামস শামীমকে আসামি করার ঘটনায় সুনামকণ্ঠ পরিবার ক্ষুব্ধ, মর্মাহত। বাদী মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করে নিবেন এই প্রত্যাশা করি আমরা।