তিন সন্তানের জনক আটক

তাহিরপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ১৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আলম মিয়া।
এই ঘটনায় সোমবার (২১ জুলাই) দুপুরে অভিযুক্ত আলম মিয়াকে পুলিশ আটক করেছে। আলম মিয়া বিবাহিত ও তিন সন্তানের জনক। এর পূর্ব গত রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি গ্রামে তরুণী নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়। স্থানীয়রা জানান, ঘটনার দিন তরুণীর বাবা-মা গ্রামের অন্য বাড়িতে গেলে ঘরে সে একা ছিল। এসময় আলম মিয়া তাকে ধর্ষণ করে। এই ঘটনা জানাজানি হলে ও পরিবার থেকে অভিযোগ পেয়ে আলম মিয়াকে জঙ্গলবাড়ি এলাকা থেকে আটক করে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, ভিকটিম ও তার পরিবার থানায় এসেছেন, লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com