সুদের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:২৩:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:২৫:৪১ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে সুদের টাকার চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

গত সোমবার উপজেলার নতুনপাড়ার ভাড়াটে বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কানু সরকার (৪৫) দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান কানু সরকার। চিরকুটে তিনি লিখেন, “বরাবর জামালগঞ্জ থানা অসি স্যার, আমি বিচার চাই, আমি কানু বাবু আপনার কাছে বিচার চাই। ৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে লাভসহ ৮০ হাজার টাকা দিয়েছি। তারপরেও মাসুক আমাকে হুমকি দেয় টাকা না দিলে পিটিয়ে টাকা আদায় করিবে। এই ভয়ে আমি আমার জীবন ত্যাগ করিলাম। আজ তিনটার ভিতর টাকা না দিলে আমার বাসার মালামাল নিয়ে যাবে এবিষয়ে নিচতলার স্বপন জানে। আমি বিচার চাই। ইতি কানু বাবু। এই মরার দায় মাসুক ও তার বউ।” প্রয়াত কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদারের মামলার অভিযোগ থেকে জানাযায়,
কানু সরকার দিরাই থেকে এসে জামালগঞ্জ নতুনপাড়ায় থাই গ্লাসের ব্যবসা করেন। সেই সুবাধে ব্যবসার অর্থ সংকট দেখা দিলে তেলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নেন। নিয়মিত সুদ দেওয়ার পরও সমস্যা থাকায় গত দুইমাস সুদ দিতে না পারায় আমার স্বামীকে রবীন্দ্র ভৌমিকের বাসায় এসে হুমকি দেয়। বিকেল ৩টার মধ্যে সুদসহ সমুদয় টাকা না দিলে বাসার সকল মালামাল নিয়ে যাবে। প্রতিমা তালুকদার অভিযোগে উল্লেখ করেন, আমি তখন আমার বাবার বাড়ি দিরাই ছিলাম। দিরাই থেকে মোবাইলের মাধ্যমে খবর পাই আমার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমি দিরাই থেকে এসে থানায় সংবাদ দেই। থানার লোকজন এসে তাকে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। সুরতহালের সময় তার নিকট একটি চিরকুট পাই। এতে মনে হয় আমার স্বামী কানু সরকারকে আত্মহত্যার জন্য মানসিকভাবে প্ররোচিত করেন। তিনি আরো বলেন, আমার স্বামী সুদখোর মাসুক ও তার স্ত্রীর অত্যাচারে এবং চাপ প্রয়োগে আত্মহত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচারের জন্য দুইজনকে অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় মামলা করেছি।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়ে কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদার বাদী হয়ে জামালগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে জামালগঞ্জ থানায় আত্মহত্যা ও প্ররোচনা প্রদানের অপরাধে (৩০৬ পেনাল কোড ১৮৬০ ধারা) একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১১, তারিখ-২২/০৭/২৫। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com