
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নুরুল্লা গ্রামে ৩ জনেরও ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এলাকাবাসীর উদ্যোগে গ্রামের সরকারি রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন, কৃষক জলিল মিয়া, খসরু মিয়া, মোস্তাকিন আলী, কিবরিয়া, ছাদ আলী, ইউসুফ আলী, জুলেখা, আছিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নাঈম, শাহিদুর রহমান, রফিক মিয়া, মাওলানা আব্দুল গফফার, ফরিদ মিয়া, আব্দুস ছোবহান, সাঈদ মিয়া, তাবিল মিয়া, গোলাম হোসেন, আব্দুল খালিক, আলী নুর, এমদাদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সোমবার সকাল ১১টায় গ্রামের আব্দুস ছোবহান তার ক্রয়কৃত ভূমি সার্ভেয়ার দ্বারা মাপ করার জন্য ঘটনাস্থলে গেলে আ.লীগ সভাপতি মক্তসিন আলী তার ছেলে হাকিম উদ্দিন গং নগদ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতরা হলেন মো. মাসুদ মিয়া (৪৫), জাহানারা বেগম (৪৭), আব্দুস ছোবহান (৫০)। তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা গ্রামবাসী এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এদিকে মানববন্ধন শেষে মক্তসিন আলীর লোকজন মানববন্ধন স্থলে এসে অংশগ্রহণকারীদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান।