কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৪:১৪:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:১৪:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার পঞ্চগ্রাম মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম জাবেদ মিয়া (৪৫), তিনি নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জয়কলস হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, ভোররাতে বৃষ্টিপাতের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কটি কর্দমাক্ত পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল সড়কে সুনামগঞ্জগামী পণ্যবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক জাবেদ মিয়া মৃত্যুবরণ করেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com