
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিমকে সংবর্ধনা প্রদান করেছে ধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি। রোববার হালাবাদী আনন্দ বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, দলীয় নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বহিষ্কৃত জনৈক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে দল থেকে আব্দুল হালিমকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি অব্যাহতি প্রত্যাহার করায় হালাবাদী বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ ও সংবর্ধনা প্রদান করেন বিএনপি’র নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ। আরো বক্তব্য দেন সংবর্ধিত বিএনপি নেতা আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অব্যাহতি প্রত্যাহার করায় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হকসহ জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল হালিম।