
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামে ‘মুজিব পল্লী’ এলাকা থেকে ময়না আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না আক্তার ওই গ্রামের হযরত আলীর মেয়ে। শনিবার (১৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
ওই নারীর পিতা হযরত আলী জানান, প্রতিদিনের মতো সকালে খেয়ে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ি। দুপুরে বাড়ি ফিরে দেখি ময়না ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ আসার আগেই আমরা লাশ নামিয়ে ফেলি।
নিহতের বোন শাহারা আক্তার জানান, ময়না দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিয়ের আগেই তার ভোলা জেলার সোহাগ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হয়। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো, এক পর্যায়ে স্বামী তাকে ছেড়ে দেন। বর্তমানে তার দুটি মেয়ে রয়েছে। বর্তমানে তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা, না আত্মহত্যা। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের প্রেক্ষাপট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।