
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর মধ্যবাজার থেকে শনিবার সকালে দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানর ওসি মনিবুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোণা গ্রামের মো.সেলিম মিয়া (৪৪) ও মো. নয়ন মিয়ার (৩৬) বিরুদ্ধে ২০২ ৪সালে মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে তারা পলাতকা ছিলেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যনগর বাজার থেকে এই দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।