
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বাদ জোহর বিশ্বম্ভরপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক এবং পরিচালনা করেন বিশ্বম্ভরপুর সরকারি দ্বিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসমাউজ্জামান উজ্জ্বল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য মামুনুর রশিদ, ছাত্রনেতা দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান, জিল্লুর রহমান পিয়াস, খাইরুল আলম লিটন প্রমুখ। এ সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মাসব্যাপী কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবেই এ আয়োজন। বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদল ভবিষ্যতেও এই কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।”