সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৮:২১ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) বিকালে এই অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ। অভিযানে খেয়াঘাটসংলগ্ন সড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়। ইউএনও অরূপ রতন সিংহ বলেন, আমবাড়ি বাজার খেয়াঘাট একটি গুরুত্বপূর্ণ যাতায়াতপথ। মান্নারগাঁও, লক্ষ্মীপুর এবং সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের মানুষজন এই পথ ব্যবহার করেন প্রতিদিন। খেয়াঘাটের সরকারি জায়গা দখল করে রাস্তা বন্ধ করে দোকান তোলায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হচ্ছিল। জনস্বার্থে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলার প্রতিটি ইউনিয়নের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুস সালাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফরিদ উদ্দিন, তহসিলদার মুহিত আহমদ, অফিস সহায়ক কবির আহমদ, রুয়েল মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com