কৃষক দলের মিছিল-সমাবেশ

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:২৯:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪৯:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ স¤পাদক আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আনিসুল হক বলেন, নির্বাচন বানচাল করতে সুপরিকল্পিতভাবে নানা ইস্যু তৈরি করা হচ্ছে। কিন্তু কৃষক দল এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করবে। একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, যারা বিভিন্ন পন্থায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। জনগণের মনে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শহিদুল ইসলাম বাবুল, আতিকুর রহমান শিহাব, দিরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, শাল্লা উপজেলা আহ্বায়ক মাহতাব উদ্দিন, ছাতক উপজেলা আহ্বায়ক মনির উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা সদস্য সচিব নূর উদ্দিন, সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, পৌর কৃষকদল সভাপতি রোমেন আহমদ, দিরাই পৌর আহ্বায়ক মোহাম্মদ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক আব্দুল বাছিত, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক মোবাকর হোসেন, ধর্মপাশা উপজেলা সভাপতি ডা. ফারুক, তাহিরপুর উপজেলা আহ্বায়ক লুৎফুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com