
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ জুলাই সিলেটের কাজিরবাজারস্থ নিরঞ্জন ঘোষের রেস্তোরাঁর কর্মচারী দিনার আহমেদ রুমন’কে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক টিটু দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি আমির উদ্দিন, লিলু মিয়া, মো. আলম, স্বপন মিয়া, মো. পাপলু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের হোটেল শ্রমিক হত্যার এ ঘটনা হোটেল শ্রমিকদের জীবনে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বর্তমান নয়া ঔপনিবেশিক আধা সামন্তবাদী রাষ্ট্র ব্যবস্থার নগ্ন বহিঃপ্রকাশ। বক্তারা বলেন, শ্রমিকরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মালিকের মুনাফা লাভে কাজ করে গেলেও তাদের দেওয়া হয়না শ্রমের প্রকৃত মূল্য। কাজের বিনিময়ে তারা লাভ করতে হয় মৃতু। অব্যাহত মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতি এবং সরকারের মদদে মুৎসুদ্দি পুঁজিপতিরা অস্বাভাবিকভাবে চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমিক-কৃষক-জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে জীবন-জীবিকা আরো সংকটগ্রস্ত ও অনিশ্চিত করে তুলেছে। তার বিপরীতে নির্বাচিত সরকার, সামরিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারসহ সকল সরকারই মালিকদের স্বার্থ রক্ষা করে চলেছে। অতীতের সকল সরকারের ন্যায় বর্তমান সরকারের আমলেও মালিক শ্রমিক একতার কথা বলে শ্রমিক শ্রেণি ও শ্রমিক আন্দোলনকে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত করে চলেছে। সমাবেশ থেকে নিহত দিনার আহমদে রুমনের হত্যার মূল আসামি গ্রেফতার হলেও তার সহযোগী খুনীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এবং নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রেক্ষিতে সিলেটের প্রশাসনের প্রতি আহবান জানান। -সংবাদ বিজ্ঞপ্তি