‘জুলাই শহীদ দিবস’ পালিত

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩১:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩১:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড. শেরেনুর আলী, আবুল মনসুর শওকত, জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোমতাজুল হাছান আবেদ, বাসসের প্রতিনিধি আমিনুল হক, ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা জরুরি। বিগত সময়ে গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী কর্তৃত্ব কায়েম করে হাজার হাজার নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার করা জরুরি। দ্রুত সময়ের মধ্যে ছাত্রজনতার উপর হামলা ও গুলি চালিয়ে যারা হত্যাকা-ের সাথে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, জুলাই গণ-অভ্যুত্থান আহতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com