
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর স¤পাদক আব্দুস সামাদ আফিন্দী প্রমুখ।
চারাগাছ বিতরণের পূর্বে কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। ফলজ গাছ একদিকে আমাদের অক্সিজেন দেয়, অন্যদিকে ফলের মাধ্যমে আমাদের পুষ্টি পূরণ করে। এবছর আমরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেছি। এতো করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ যোগাবে।
উল্লেখ্য প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আম, জাম, বেল ও কাঁঠালের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ শত শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৬শত চারাগাছ বিতরণ করা হয়।