
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্পের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বন্যার আগাম সাড়াদান ও সতর্কীকরণ বার্তা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৪ জুলাই) সকালে রঙ্গারচর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় আদারবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সুনামগঞ্জ সদর এ সভার আয়োজন করে। সহযোগিতায় ছিল বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাস্তবায়নে রয়েছে সিএনআরএস।
সাংবাদিক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিএনআরএস’র সদর উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল আলম চৌধুরী, মনিটরিং অফিসার অসীম নারায়ণ সিংহ, ফিল্ড ফ্যাসিলিটেটর বিজয় রায়, ১নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন ও ৩নং ওয়ার্ড সদস্য শরকত আলী।
সভাটি পরিচালনা করেন সিএনআরএস’র ফিল্ড ফ্যাসিলিটেটর উম্মে সালমা জাহান। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনেক সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।