মধ্যনগরে বালু ও নৌকা জব্দ

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১০:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১০:৫৯ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের মনাই নদে সোমবার (১৪ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে এক হাজার ফুট বালু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, উপজেলার মনাই নদে অবৈধভাবে দুটি খননযন্ত্র বসিয়ে পাশের নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কয়েকজন বাসিন্দা গত তিন-চারদিন ধরে সেখান থেকে বালু উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে সোমবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে দুটি খননযন্ত্র নিয়ে জড়িতরা সেখান থেকে সটকে পড়েন। অভিযানকালে এক হাজার ফুট বালু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই ইউসুফ আলী বাদী হয়ে একজন আসামির নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। জব্দ করা বালু ও নৌকাটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com