‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০৮:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০৮:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জুলাই উইমেন্স ডে পালন করা হয়। অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। পরে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত নুবা। পবিত্র গীতা থেকে পাঠ করেন অনামিকা তালুকদার সুমি। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই আন্দোলন নিয়ে তৈরি একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি বলেন, আমাদের মেয়েরা অতীতে যে সাহস দেখিয়েছেন ভবিষ্যতেও যেন সেই সাহস ধরে রাখেন সেই প্রত্যাশা রাখছি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। তিনি আগামীতে যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে নারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, এনসিপি’র জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহাত হাসান পৌলমি, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, মুখ্য সংগঠক শবনম দ্দোজা জ্যোতি, সহ মুখ্য সংগঠক মিলি আক্তার, জুলাই গণ-অভ্যুত্থানে আহত জহুর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com