
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার জাতীয় পার্টির সিনিয়র সভাপতি মো. নজির হোসেন মাস্টার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সাইফুর রহমান সামছু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. নাজমুল হুদা হিমেল।
সভায় আরও বক্তব্য রাখেন কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, জেলা জাপা সদস্য নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, শাল্লা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালিপদ রায়, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি এইচ এম ফারুক, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জাপা নেতা ফজলুর রহমান তালুকদার, নুর মিয়া, রফিক মিয়া সর্দার, মোজাম্মেল হক, হুমায়ূন আহমেদ, বাপ্পি রহমান, আব্দুল মতিন, আহমদ আলী, ওমর ফারুক, সামসুল হুদা, আব্দুজ জহুর, এরশাদ মিয়া, মকবুল হোসেন, সাইদুল ইসলাম, দিদার আলম, নূর মিয়া, আব্দুল আজিজ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। সভার শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিপ্লবী নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, উপজেলা পদ্ধতির রূপকার, গণতন্ত্রের ধারক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ছিলেন প্রত্যন্ত অঞ্চলের আপামর জনসাধারণের দরদী বন্ধু।
বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের পরিকল্পনায় সারাদেশে পরিকল্পিত উন্নয়ন হয়েছিল। পল্লী অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা পদ্ধতি চালু করেন তিনি। আমাদের প্রিয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে বিগত সরকার নানা নির্যাতন করেছিল। কিন্তু পার্টি নিশ্চিহ্ন হয়নি। জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, জাতীয় পার্টি হচ্ছে এমন একটি সংগঠন যাকে কেউ ষড়যন্ত্র করে শেষ করে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। বরং জাতীয় পার্টি আরো বেশী শক্তিশালী হয়ে উঠে। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন আগের তুলনায় তৃণমূলের সাধারণ জনগণের সাথে স¤পৃক্ত হয়ে সারাদেশে জনপ্রিয়তা বেড়েছে।
পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পেশ করা হয়। মোনাজাত পেশ করেন জাতীয় পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন।