
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
বাংলাদেশ খেলাফত মজলিস, শান্তিগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় শান্তিগঞ্জ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন প্রমুখ।
মাসিক বৈঠকে আগামী মাসের ভিতরে উপজেলার পাথারিয়া ইউনিয়ন, পশ্চিম বীরগাও ইউনিয়ন ও পশ্চিম পাগলা ইউনিয়ন শাখা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, সংঠনের দাওয়াতী কার্যক্রম জোরদারভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। দেশে যারা অরাজকতা সৃষ্টি করে এবং প্রকাশ্যে যারা চাঁদাবাজি করে তাদের আইনের আওতায় আনতে হবে।