মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা!

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৪২:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে এক মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এতে করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
গ্রামবাসীর দাবি, যারা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, পরিকল্পিতভাবে তাদেরকে হয়রানি করতেই এই মামলা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর বাজারে মাদক বিক্রেতা ফারুক গংয়ের মাদক ব্যবসা বন্ধের দাবিতে মাদকবিরোধী একটি প্রতিবাদ সভায় প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে ফারুক ও তার সহযোগীরা মাদক কারবার চালিয়ে আসছে। এতে স্থানীয় যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় অপরাধের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। তারা আরো বলেন, আমাদের এই গ্রামে আগে কোনো মাদক বিক্রি হতো না। কিন্তু বর্তমানে অধিকাংশ যুবক ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েছে। ফারুক মাদক বিক্রি করে এটা এখন এলাকায় ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। এগুলোর বিরুদ্ধে কথা বলায় ফারুকের পক্ষ নিয়ে আবুল হোসেন ভূঁইয়া মেম্বার গ্রামের সচেতন ব্যক্তি জাকিরের বিরুদ্ধে মামলা করাটা দুঃখজনক।

এছাড়াও মাদক কারবারি ফারুক মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারী জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন গ্রামবাসী।
প্রতিবাদ সভায় ভুক্তভোগী জাকির হোসেন বলেন, গত মাসে কামিনীপুর গ্রামে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির অপরাধে হাতেনাতে গাঁজাসহ আটক হন মৃত আব্দুল করিমের ছেলে বাউল দুঃখী ফারুক। এসময় ঘটনাস্থলে আমি উপস্থিত থাকায় পুলিশ জব্দ তালিকায় সাক্ষী হিসেবে আমাকে স্বাক্ষর দিতে বললে আমি স্বাক্ষর করি। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে সকলের সামনে জেল থেকে বের হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরে ফারুক কিছুদিন জেল খেটে জামিনে এসে আমি সাক্ষী হওয়ায় আমাকে নিয়ে সে গানের ছন্দ লিখেন ও সেই গান গ্রামে পরিবেশন করার চেষ্টা করলে আমরা তাকে পুনরায় মাদক বিক্রি ও আমাকে নিয়ে গ্রামে গান পরিবেশন করতে বাঁধা নিষেধ করলে সে আমার ছেলে, ভাই ও গ্রামের লোকের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ফারুকের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে থানায় মামলা করেন সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন ভূঁইয়া। আমি জানতে চাই চিহ্নিত একজন মাদক কারবারির সাথে আবুল হোসেন ভূঁইয়া মেম্বারের সখ্যতা কি। তিনি কেন তার পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করলেন?

অভিযোগের ব্যাপারে আবুল হোসেন ভূঁইয়া বলেন, আমার ভাই-ভাতিজার নামে থানায় অভিযোগ করার কারণে আমি ক্ষোভে নিজে বাদি হয়ে মামলা করেছি। প্রতিবাদ সভায় গ্রামবাসী আমার উপর যে অভিযোগ করেছে তা মিথ্যা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com